বস্তিতে শুটিং বস্তির লোকরাই অভিনেতা, সেই ‘আদিম’ মুক্তি পাচ্ছে ২৬ মে
সমকাল
প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৭:০৩
টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমার কাহিনিও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। টঙ্গীর এই বস্তির সিনেমাটিই বিশ্বের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে। এবার ‘আদিম’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে।
সিনেমাটি গণ-অর্থায়নে নির্মিত । নির্মাণ করেছেন যুবরাজ শামীম। নির্মাতা জানালেন আগামী ২৬ মে দেশের হলে মুক্তি পাবে ‘আদিম। যুবরাজ বলেন, ‘আমি প্রচারণার মানুষ না, আবার সেই অর্থে ছবির মানুষও বলা যায় না। তবু কেমনে কেমনে গণমানুষের অংশগ্রহণে একটা বড় ছবি বানায়ে ফেললাম। ছবিটা বিভিন্ন দেশে পুরস্কৃত হলো, আপনারা জানলেন। এবং নিজ উদ্যোগে বহু মানুষরে জানায়ে দিলেন।
- ট্যাগ:
- বিনোদন
- শুটিং
- বস্তি
- নতুন সিনেমা