আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে, তবে…

www.ajkerpatrika.com আব্দুর রাজ্জাক প্রকাশিত: ০৯ মে ২০২৩, ১৬:৫৩

দুর্নীতি একটা মহামারি ব্যাধিতে পরিণত হয়েছে। বর্তমান অবস্থা যে রকম দাঁড়িয়েছে, তাতে সঠিকভাবে, ন্যায্যভাবে কোনো কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনে; যেকোনো অফিসে। কিছু ব্যতিক্রম ছাড়া। সেটা হয়তো সংখ্যায় খুব কম। এই কমসংখ্যক বাদ দিয়ে সর্বক্ষেত্রেই দুর্নীতি চলছে।


সর্বক্ষেত্রে একটি পারসেন্টেজ ধরা আছে। আপনাকে সেই পারসেন্টেজ অনুসারে ঘুষ দিয়ে কাজ করাতে হবে। যদি আপনি সরকারের কোনো বড় কর্মকর্তা বা ক্ষমতাসীন দলের বড় কোনো হোমরাচোমরা না হন অথবা যে অফিসে কাজ করতে গেলেন, সেই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার আত্মীয় না হন, তাহলে আপনাকে ওই ধার্য করা হারে পারসেন্টেজের টাকা দিতেই হবে। প্রথমে আরম্ভ হবে পিয়ন থেকে। তারপর কেরানি সাহেব, সেকশন অফিসার সাহেব—এ রকম করতে করতে যত দূর ফাইল যায়, তত দূর পর্যন্তই আপনাকে নির্দিষ্ট হারে টাকা দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও