জাতীয় বাজেটে কৃষকের দাবি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করে এসেছে বাংলাদেশ। এই সময়ে দেশের অর্জন একেবারে কম নয়। স্বাধীনতার স্বপ্নসাধের সঙ্গে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা চলছে তাল মিলিয়ে। আমাদের সামাজিক-অর্থনৈতিক সব সূচকেই আমরা আজ অগ্রসর। এই হিসাবে স্বাধীনতা-পরবর্তী সময়ে আমরা সামগ্রিক উন্নয়নের হিসাব কষতে গেলে কৃষি ও এর উপখাতগুলোই আছে সবচেয়ে শীর্ষে।
করোনা পরিস্থিতির পর জাতিগত সংঘাত বিশ^ অর্থনীতিতে ভীষণ বৈরী প্রভাব ফেলেছে। করোনা সর্বতোভাবে মানুষকে বিপর্যস্ত করেছে। উন্নত, উন্নয়নশীল, স্বল্পোন্নত বা অনুন্নত সব রকম অর্থনীতির দেশের জন্যই এই পরিস্থিতি নতুন। বিশ্বায়নের যুগ হলেও সবার অর্থনৈতিক, সামাজিক শক্তি, জনসংখ্যা, জনগণের সক্ষমতা, সরকারি নীতি এক নয়। এসব ক্ষেত্রে করোনা অতিমারীর ভয়ঙ্কর কঠিন সময় শেষে সংকটময় এই পরিস্থিতিতে আমরা ভালোভাবেই টিকে আছি। এ ক্ষেত্রে সরকারের কৌশল ও পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক নীতি-পরিকল্পনা যথেষ্টই বাস্তবসম্মত ছিল। এসব কারণেই বাংলাদেশ এখনো খাদ্য নিরাপত্তাসহ অর্থনৈতিক শক্তির জায়গায় ভালো আছে। তবে এই অনুকূল অবস্থাটি কতদিন ধরে রাখা যাবে তা বলা মুশকিল। এ কথা অনস্বীকার্য যে, কৃষি এখন সার্বিক বিচারেই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে।