ফের বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৪ রোগী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ২০:০৭
দেশে আবার বাড়তে শুরু করেছে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন এবং ঢাকার বাইরে ১৩ জন।
অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৩ জন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৯ জন। চলতি বছরে রোগটিতে মৃত্যু হয়েছে ১১ জনের।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে