‘নিরাপত্তা সমস্যায়’ ফাঁস হয়েছিল টুইটার সার্কেলের প্রাইভেট টুইট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ১৯:৩৩
বছরের শুরুতে টুইটারের ‘সার্কেল’ ফিচারে একটি ‘বাগ’ খুঁজে পান প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা। ঘটনার প্রায় এক মাস পর এই বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্মটি।
গেল এপ্রিলে ব্যবহারকারীরা ফিচারটিতে এমন এক ‘বাগ’ খুঁজে পান, যা তাদের ‘প্রাইভেট’ চিহ্নিত টুইট প্ল্যাটফর্মের বিভিন্ন অচেনা ব্যবহারকারীর কাছে ফাঁস করে দেয়। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের দেখা এক ইমেইল বার্তা অনুসারে, এই ঘটনায় ভুক্তভোগী ব্যবহারকারীদের টুইটার বলেছে, এই ফাঁসের ঘটনা বছরের শুরুর এক ‘নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনার’ ফলাফল।