কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাকড়সাভীতি থাকলেও এবার স্বস্তিতে খেলা যাবে হগওয়ার্টস লিগাসি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মে ২০২৩, ১৭:৩৯

জনপ্রিয় ‘হ্যারি পটার’ ফ্রাঞ্চাইজ গেইম সিরিজ ‘হগওয়ার্টস লিগাসি’তে ‘অ্যারাকনোফোবিয়া মোড’ নামে নতুন এক ফিচার যোগ করেছে গেইমটির নির্মাতা কোম্পানি ‘অ্যাভালাঞ্চ সফটওয়্যার’। 


নতুন এই মেডে গেইমের মধ্যে থাকা বিভিন্ন মাকড়সা সরিয়ে ফেলার সুবিধা মিলবে।


শুক্রবার ‘পিএস৪’ ও ‘এক্সবক্স ওয়ান’-এ গেইমটি চালু হওয়ার আগেই নতুন এই আপডেট এসেছে। বৃহস্পতিবার ‘বিল্ড ১১৪০৭৭৩’ নামের আপডেটে গেইমের ‘অ্যাক্সেসিবিলিটি অপশনে’ নতুন এই মোড যুক্ত হয়, যা সকল শত্রু মাকড়সার চেহারাকে ‘রোলার স্কেট বেষ্টিত উজ্জ্বল লাল চোখের ভাসমান মাকড়সায়’ পাল্টে ফেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও