কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যক্তির যুদ্ধের যেন শেষ নেই

দেশ রূপান্তর হরিপদ দত্ত প্রকাশিত: ০৮ মে ২০২৩, ১৬:৩০

ব্রিটিশ উপনিবেশিক কালোত্তর পাকিস্তানি আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ভাষা সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের উত্থানকালের অধীনতাবিরোধী লড়াইয়ের যুগ। অধীনকালে বসে নয়, বরং স্বাধীনকালের কণ্ঠস্বর। সাংঘর্ষিক নগর পলাতক মানুষের এক অস্থির কাল। আতঙ্ক, ঘৃণা, রক্ত, অশ্রু, প্রতিহিংসা, প্রতিরোধ, উদ্বেগ, স্বাধীনতার স্বপ্ন পূরণের আলো এবং আঁধারীর কাল।


এক অতলস্পর্শী গভীর রহস্যময়তার ইংগিত করে। দেশ বদল হলেও রাষ্ট্রটি বহাল রয়ে গেছে। মনে পড়বে সৈয়দ ওয়ালিউল্লার একটি তুলসী গাছের কথা গল্পটি। কত প্রেম, কত মায়া, কত আশা আর স্বপ্ন বৃষ্টিভেজা মাটির মতো ভেজা ওম ছড়িয়ে আছে। কেবল বর্তমানই নয়। অতীতেরও সেই সাতচল্লিশে বাংলা ভাগের স্মৃতিও। আমরা টের পাই অতীত এবং বর্তমানের প্রাচীন এবং নবীন মিশেল এক অদৃশ্য বিষন্নতা লেপটে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও