কলমানির লেনদেন চাপের মুখে
ঋণ চাহিদা বাড়লেও আশানুরূপ আমানত না বাড়ায় চাপের মুখে রয়েছে আন্তঃব্যাংক কলমানির লেনদেন। বাংলাদেশ ব্যাংক থেকেও প্রতিনিয়ত ধার করছে বিভিন্ন ব্যাংক। বিশেষ করে সংকটে থাকা কয়েকটি ব্যাংক নানা উপায়ে ধার করছে। গতকাল রোববার কলমানি থেকে ৭ হাজার ৬০৬ কোটি টাকা ধার করে কয়েকটি ব্যাংক। আগের দিন যা ছিল ৬ হাজার ৭১৪ কোটি টাকা। গত রোববার কলমানি থেকে ধার করা হয় ৬ হাজার ৫৪৪ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এভাবে কলমানিতে লেনদেন বাড়ছে। গড়ে ৬ শতাংশের সামান্য বেশি সুদে এসব লেনদেন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ১১টি ব্যাংকের ঋণ-আমানত অনুপাত নির্ধারিত সীমার ওপরে রয়েছে। প্রচলতি ধারার একটি ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৭ এবং শরিয়াহভিত্তিক ব্যাংক ৯২ টাকা ঋণ দিতে পারে। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, এবি, আইএফআইসি, ওয়ান ও ঢাকা ব্যাংক সীমার বেশি ঋণ দিয়েছে। চলতি মাসের মধ্যে এসব ব্যাংকের ঋণ নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে।