আগামীতে আরও অ্যাপল পণ্যে এআই আসছে, বললেন টিম কুক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১৭:৫৪

নিজস্ব পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা থাকলেও এই প্রযুক্তিতে এখনও বেশ কিছু সমস্যা দেখছে অ্যাপল। সেগুলো সমাধানে মনোযোগ দেওয়ার কথা বলেছেন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান টিম কুক।


কুক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সম্ভাবনা অবশ্যই চমৎকার’। এরইমধ্যে নিজেদের কয়েকটি পণ্যে এর ব্যবহারও শুরু করেছে অ্যাপল। এ ছাড়া, কোম্পানির আসন্ন পণ্যগুলোতেও এর ব্যবহার থাকবে বলে জানান তিনি।


“আমরা এআই’কে বিশাল এক খাত হিসেবে দেখি।” --বৃহস্পতিবার অ্যাপলের আর্থিক আয়ের বিবরণী দেওয়ার আয়োজনে বলেন তিনি। হিসাব বিবরণীতে উঠে এসেছে, আইফোন বিক্রির পাশাপাশি বিভিন্ন পরিষেবা কেন্দ্রীক ব্যবসাও চমৎকার ফলাফল দেখিয়েছে। ফলে, এটি ম্যাক ডিভাইসের বিক্রি কমে যাওয়ার ‘ধাক্কা সামলাতেও’ সাহায্য করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।


বিবরণী প্রকাশের পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের ভাবনা ও অ্যাপল একে কীভাবে ব্যবহারের পরিকল্পনা করছে, সে সম্পর্কে কুককে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, কোম্পানি ‘পণ্যের রোডম্যাপ’ প্রকাশ না করলেও এই ব্যবস্থা অ্যাপলের মনোযোগের অন্যতম জায়গা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও