কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শয্যাসংকটে মেঝেতে চিকিৎসা

প্রথম আলো জীবননগর প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১০:৩৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পাঁচ বছর আগে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু আজও ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারী নিয়োগ করা হয়নি। এমনকি ৩১ শয্যার জনবল কাঠামো অনুযায়ীও যতজন চিকিৎসক থাকার কথা ততজনও নেই। ফলে এই হাসপাতালে এসে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। শয্যা না থাকায় অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স–রে যন্ত্রটি ১৬ বছর ধরে বিকল থাকায় রোগীদের বেশি টাকা খরচ করে বাইরে এক্স–রে করাতে হচ্ছে।


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০১৮ সালের ৬ জুন ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যার কার্যক্রম চালুর জন্য ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু গত ৫ বছরেও প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল পদায়ন এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। এ কারণে এখানে ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও