কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রাজিলিয়ানের জোড়া গোলে শেষ রিয়ালের ৯ বছরের অপেক্ষা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২৩, ১০:১৮

চ্যাম্পিয়ন্স লিগ ধরা দিয়েছে কয়েকবার, জয় এসেছে লা লিগা বা ক্লাব বিশ্বকাপেও। কিন্তু কোপা দেল রে শিরোপা গত ৯ বছর ধরে এক হতাশার নাম হয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য।


অবশেষে শিরোপা জয়ের অপেক্ষা শেষ হলো তাদের। ম্যাচের কেবল ৪৭ সেকেন্ডে এগিয়ে যায় তারা, পরে প্রতিপক্ষ সমতা ফেরালেও রদ্রিগোর আরও এক গোলে জয় পায় রিয়াল।


শনিবার রাতে সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই এসেছে ব্রাজিলিয়ান রদ্রিগোর পা থেকে। গত ৯ বছরে প্রথম ও সব মিলিয়ে এই টুর্নামেন্টে রিয়ালের ২০তম শিরোপা এটি। আগেরবারও ২০১৪ সালে তাদের কোপা দেল রে জিতিয়েছিলেন কার্লো আনচেলত্তিই, ২০১৪ সালে।  


ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল, দুই ব্রাজিলিয়ানের রসায়নে। দুজনকে ফাঁকি দিয়ে বাঁ দিক থেকে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। রদ্রিগো এরপর জালে জড়ান বলটি। এরপর রিয়ালের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়া ফুটবল খেলতে থাকে ওসাসুনা।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও