মার্কিন নিষেধাজ্ঞায় বিকল্প উৎপাদনে ঝুঁকছে চীন
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ মে ২০২৩, ০২:২৮
প্রযুক্তি খাতে চীনের আধিপত্য রোধে তথ্যচুরির অভিযোগ এনে সব ধরনের রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমা নিষেধাজ্ঞায় চীনের প্রযুক্তি খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। কেননা কোম্পানিগুলো বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোচিপ তৈরি করছে এবং অধিকাংশই অভ্যন্তরীণ বাজারের জন্য। খবর গিজমোচায়না।
চীনের সেমিকন্ডাক্টর শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চিপ উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া করপোরেশন ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) মতো মার্কিন প্রতিষ্ঠান চীনে আধুনিক চিপ সরবরাহ বন্ধ করে দেয়। তবে যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের বাজারের জন্য আলাদা ভার্সনের চিপ তৈরির মাধ্যমে সমস্যার সমাধান করেছে কোম্পানিগুলো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রযুক্তি খাত
- তথ্য চুরি