হঠাৎ সামনে এসে হাজির হন রবীন্দ্রনাথ!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ মে ২০২৩, ০০:৩০
দেশের অন্যতম নাট্যদল প্রাঙ্গণেমোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী ৬ মে ২০০৩ (২২ বৈশাখ ১৪১০) এবং রবীন্দ্রজয়ন্তী ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮)। বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী এবার বাংলা মাসে ২৫ বৈশাখ পড়েছে ৯ মে।
তাই একই দিনে (৯ মে) উদযাপন হতে যাচ্ছে প্রাঙ্গণেমোর-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রবীন্দ্রনাথের ১৬২তম জন্মদিবস। এদিন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটির বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে প্রাঙ্গণেমোর। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, সুজয় দাস, সরোয়ার সৈকত, জুয়েল রানা ও বাঁধন।
- ট্যাগ:
- বিনোদন
- প্রতিষ্ঠাবার্ষিকী
- নাট্যদল