বছরে প্রথম পুরোনো গাড়ির দাম কমেছে যুক্তরাষ্ট্রে, এটি কী ইঙ্গিত দিচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১৩:০৫
মূল্যস্ফীতির কারণে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে সব জিনিসের দাম বেড়েই চলেছে। তবে দেশটিতে চলতি বছরের এপ্রিল মাসে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম কমেছে। গাড়ি উৎপাদকেরা নতুন গাড়ি ও ট্রাকের উৎপাদন বাড়িয়েছে। এ কারণেই ব্যবহৃত গাড়ির দাম কমেছে বলে জানিয়েছে বিশ্বের বৃহত্তম অটোমোটিভ পরিষেবা সংস্থা কক্স অটোমোটিভ।
মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, কক্স অটোমোটিভ ব্যবহৃত গাড়ির বিক্রি সম্পর্কে যে ম্যানহেইম মূল্যসূচক তৈরি করে, শুক্রবারে প্রকাশিত ওই সূচকে তারা মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়ে ৩ শতাংশ মূল্য হ্রাসের খবর দিয়েছে। অর্থাৎ, পাইকারি বাজারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের তুলনায় এপ্রিল মাসে ৩ শতাংশ কম দামে পুরোনো গাড়ি কিনতে পাওয়া যাচ্ছে।