কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবরের রেকর্ড গড়া ম্যাচ জিতে র‍্যাংকিংয়ের শীর্ষে পাকিস্তান

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মে ২০২৩, ১০:৫১

আরও একবার হাসলো বাবর আজমের ব্যাট। সেই সঙ্গে গড়লেন নতুন রেকর্ডও। তার দল পাকিস্তানও পেল দারুণ জয়। এই জয় তাদের তুলে আনলো ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে।


করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ১০২ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে বাবরবাহিনী। সিরিজের আরও এক ম্যাচ বাকি আছে। অর্থাৎ ধবলধোলাই করার সুযোগ আছে পাকিস্তানের সামনে। তবে তার আগেই ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে দলটি।  


কিউইদের বিপক্ষে সিরিজের আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। এরপর সিরিজের প্রথম দুই ম্যাচে তারা পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে। তৃতীয় ম্যাচে ২৬ রানের জয়ে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে পাকিস্তান। তাদের সামনে ছিল কেবল ভারত ও অস্ট্রেলিয়া। এই দুই দলের রেটিং পয়েন্ট সমান ১১৩ করে। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও