কোমরসন্ধি প্রতিস্থাপন
হিপ রিপ্লেসমেন্ট সার্জারি বা টোটাল হিপ আর্থোপ্লাস্টিতে রোগাক্রান্ত কোমরসন্ধিকে প্রসথেসিস বা কৃত্রিম সন্ধি দ্বারা প্রতিস্থাপন করা হয়। হিপ প্রসথেসিসে ধাতু বা সিরামিকের তৈরি গোলাকার বল ও প্লাস্টিক, সিরামিক বা ধাতুব আস্তরযুক্ত সকেট থাকে। দুই ধরনের ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপক আছে, সিমেন্টযুক্ত ও সিমেন্টবিহীন। হিপ রিপ্লেসমেন্ট বা কোমরসন্ধি প্রতিস্থাপন ক্ষেত্রে যাদের কোমর আঘাত, আর্থ্রাইটিস বা ক্ষয়রোগজনিত কারণে ক্ষতিগ্রস্ত। অপারেশন পরবর্তী ব্যায়াম ও পুনর্বাসনের সাহায্যে কোমরসন্ধি প্রতিস্থাপন, রোগীর ব্যথার অবসান ও সর্বাঙ্গীণ চলাচল পুনর্বহাল করে কোমরসন্ধির কার্যকারিতা ফিরে ।
কেন করা হয় : কৃত্রিম কোমর প্রতিস্থাপনের প্রধান কারণ হচ্ছে ব্যথা দূর করা ও ক্ষতিগ্রস্ত কোমরসন্ধির স্বাভাবিক চলাফেরা এবং কার্যক্ষমতা বৃদ্ধি করা। আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রদান করতে ব্যথা প্রশমনের জন্য ওষুধ প্রয়োগ, ফিজিক্যালথেরাপি ব্যায়াম এবং ওয়াকার বা ছড়ি ব্যবহার দরকার। কোমর অস্থিসন্ধিকে ক্ষতিগ্রস্ত করে এমন সব রোগ যেমন অস্টিও-আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভাঙ্গা কোমর, হাড়ের টিউমার, অস্টিওনেক্রোসিস হাড়ের ক্ষয় বা পরিবর্তন যাতে কোমর সন্ধিতে অপর্যাপ্ত রক্ত সঞ্চালন ঘটে এসব ক্ষেত্রে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়ে থাকে।