ময়মনসিংহে লক্ষ্যমাত্রা ছাড়ালো ধান উৎপাদন, ভালো ফলনে খুশি চাষিরা
ময়মনসিংহে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো ধান আবাদ। সেইসঙ্গে বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় খুশি তারা।
সদরের পাড়াইল গ্রামের রুহুল আমিন চলতি মৌসুমে ৯০ শতক জমিতে ব্রি-২৮ ও ৫৮ জাতের ধান চাষ করেছেন। বীজতলা তৈরিতে এক হাজার ৫০, জমি চাষে তিন হাজার, চারা রোপণে তিন হাজার ৬০০, স্যার বাবদ চার হাজার ৮০০, কীটনাশক বাবদ এক হাজার ২০০, সেচ বাবদ ছয় হাজার ও ধান কাটার শ্রমিক বাবদ ছয় হাজার টাকা খরচ হয়েছে তার। সবমিলে খরচ করেছেন ২৫ হাজার ৬৫০ টাকা। ধান ঘরে তুলতে পেরেছেন ৩৬ মণ।
এবার বোরো মৌসুমে প্রতি কেজি ধানের দাম ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার। সে হিসাবে প্রতি মণ এক হাজার ২০০ টাকা। এই হিসাবে ৩৬ মণ ধানের দাম ৪৩ হাজার ২০০ টাকা। ফলে খরচ বাদে ১৭ হাজার ৫৫০ টাকা লাভ পাচ্ছেন রুহুল আমিন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধান উৎপাদন
- বাম্পার ফলন