রাশিয়ার জ্বালানি তেল নিয়ে চীন–ভারতের টানাটানি
প্রথম আলো
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৬:৩৫
এপ্রিল মাসেও ভারত সবচেয়ে বেশ জ্বালানি তেল আমদানি করেছে রাশিয়া থেকে। এতে গত মাসে ভারতের জ্বালানি তেল আমদানির ৩৬ শতাংশই এসেছে রাশিয়া থেকে। কিন্তু একই সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানির প্রবৃদ্ধিও কমে গেছে, মার্চে যা ছিল মাত্র ৪ শতাংশ।
মূলত চীনের জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ার কারণে ভারতে রাশিয়ার তেল আসার প্রবৃদ্ধি কমেছে বলে ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে।
গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২৯ ও ২৬ শতাংশ। এরপর গত মার্চে সেই প্রবৃদ্ধির হার নেমে আসে ১ দশমিক ৮ ও এপ্রিল মাসে তা আবার কিছুটা বেড়ে ৪ শতাংশে উঠেছে।