১৪ মাসে বজ্রপাতে ৩৪০ মৃত্যু, এপ্রিলেই ৫০ প্রাণহানি
সমকাল
প্রকাশিত: ০৪ মে ২০২৩, ১৭:৩২
২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বজ্রপাতে ৩৪০ জন মানুষ মারা গেছেন। ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বজ্রপাতে মারা গেছেন ২৭৪ জন। এর মধ্যে ২৩৯ জন পুরুষ ও ৩৫ জন নারী। এদের মধ্যে শিশু রয়েছে ১২ জন। আর এ বছরের এপ্রিল মাসেই প্রাণ হারিয়েছেন ৫০ জন।
আজ বৃহস্পতিবার সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) এ তথ্য জানিয়েছে। এদিন সংগঠনটি খোলা আকাশের নিচে কাজ করা প্রায় ৩০০ কৃষকের মধ্যে সচেতনমূলক কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম ও নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ।