ডিজিটাল নিরাপত্তা আইন: মামলায় আসামি ৬৮ শিশু-কিশোর

সমকাল প্রকাশিত: ০৪ মে ২০২৩, ০৮:০২

শিশুটির বয়স তিন বছর তিন মাস। জীবন-জগৎ সম্পর্কে কিছু বুঝে ওঠার আগেই সে মামলার আসামি। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে গত ১৬ নভেম্বর তার বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে প্রচারের কারণে করা মামলায় আট আসামির একজন শিশু আল নাইম (ছদ্মনাম)।


একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ম্যানেজার মফিজুল ইসলাম ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে মূল আসামি করে মামলাটি করেন। শুধু আল নাইম নয়, এই আইনে বিভিন্ন স্থানে অনেক শিশু-কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। শিশু-কিশোরদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, কমেন্ট ও শেয়ার দেওয়ার কারণে অধিকাংশ মামলা হয়েছে।


বেসরকারি সংস্থা দৃক জানিয়েছে, ২০২০ সাল থেকে গত ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ৬৮ শিশু-কিশোরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩৪টি মামলা হয়েছে। তাদের অধিকাংশই জামিন পেয়েছে। কেউ কেউ আছে কিশোর সংশোধনাগারে। আসামিদের অধিকাংশের বয়স ১২ থেকে ১৭।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও