You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনালদো ফোর্বসের জরিপে সর্বশেষ ১২ মাসে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হয়েছেন। জানুয়ারিতে তিনি আকর্ষণীয় চুক্তিতে এই ক্লাবে নাম লেখান। এই তালিকায় শীর্ষ তিনটি স্থান পূর্ণ করেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

গত ১২ মাসে মোট ১৩ কোটি ৬০ লাখ ডলার (১ হাজার ৪৩৫ কোটি টাকা) আয় করবেন রোনালদো। এর মধ্যে ক্লাব থেকে বেতনই পাচ্ছেন ৭ কোটি ৫০ লাখ ডলার। তিনি মাঠ থেকে পাবেন ৪ কোটি ৬০ লাখ ডলার, আর মাঠের বাইরে থেকে আসবে ৯ কোটি ডলার। যদিও গণমাধ্যমে রোনালদোর চুক্তির অর্থমূল্য ২০ কোটি ইউরো বা ১৯ কোটি ৯৯ লাখ ডলার বলা হচ্ছিল।

১৩ কোটি ডলার আয় করে রোনালদোর পরেই রয়েছেন পিএসজি ফরওয়ার্ড মেসি, আর তার ক্লাব সতীর্থ ২৪ বছর বয়সী এমবাপ্পের আয় ১২ কোটি ডলার। তালিকায় এমবাপ্পেই সর্বকনিষ্ঠ। পিএসজির মালিক কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস।

তালিকায় এরপরেই রয়েছেন এনবিএ লিগের সুপারস্টার লস অ্যাঞ্জেলেস লেকার্সের লেবরন জেমস (১১ কোটি ৯৫ লাখ ডলার), মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ (১১ কোটি ডলার)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন