You have reached your daily news limit

Please log in to continue


মাতৃত্বকালীন জটিলতায় বছরে সাড়ে ৬ হাজার নারীর মৃত্যু হয়

মাতৃত্বকালীন স্বাস্থ্যগত নানা জটিলতায় বছরে বিশ্বে প্রায় দুই লাখ নারী মারা যায়। এরমধ্যে শুধু বাংলাদেশেই সাড়ে ৬ হাজার নারী মারা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। মঙ্গলবার আইসিডিডিআরবি সেমিনার কক্ষে ‘বাংলাদেশে সেক্সুয়াল এবং জন্মধারণ স্বাস্থ্য অধিকার’ শীর্ষক কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

অ্যাডসার্চ ও আইসিডিডিআরবি যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে আইসিডিডিআরবি’র শিশু এবং মাতৃত্ব স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ডা. মোহাম্মদ এহসানুর রহমান এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রজনন স্বাস্থ্যের জন্য অন্যতম বড় একটি বিষয় হচ্ছে সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ু পথে ক্যান্সার। যার কারণে প্রতি বছর বিশ্বে দুই লাখ ৮০ হাজার ৫০০ জন নারী মারা যান। আর এ কারণে বাংলাদেশে বছরে প্রায় ৪ হাজার নারী মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন