You have reached your daily news limit

Please log in to continue


মাইক্রোসফট আনল দুই বোতামের মাউস

মাইক্রোসফট করপোরেশন দুই বোতামের মাইক্রোসফট মাউসের ঘোষণা দেয়। এটি তখন মাইক্রোসফটের নতুন ওয়ার্ড প্রসেসরের সঙ্গেই ছাড়া হয়। মাইক্রোসফট আইবিএম এবং আইবিএম কমপ্যাটিবল পার্সোনাল কম্পিউটারে (পিসি) ব্যবহারের জন্য এক লাখ মাউস তৈরি করে। কিন্তু শুরুতে মাত্র পাঁচ হাজার মাউস বিক্রি হয়।

মাইক্রোসফট এই মাউসে সাফল্য পায় ১৯৮৫ সালের সংস্করণটিতে। তখন এর বেশ উন্নয়ন করা হয়েছে। ১৯৮৫ সংস্করণের মাউসটি প্রায় শব্দহীন এবং সব রকম তলে (সারফেস) রেখে এটি ব্যবহার করা যেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন