মাইক্রোসফট আনল দুই বোতামের মাউস
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২৩, ১০:৩৫
মাইক্রোসফট করপোরেশন দুই বোতামের মাইক্রোসফট মাউসের ঘোষণা দেয়। এটি তখন মাইক্রোসফটের নতুন ওয়ার্ড প্রসেসরের সঙ্গেই ছাড়া হয়। মাইক্রোসফট আইবিএম এবং আইবিএম কমপ্যাটিবল পার্সোনাল কম্পিউটারে (পিসি) ব্যবহারের জন্য এক লাখ মাউস তৈরি করে। কিন্তু শুরুতে মাত্র পাঁচ হাজার মাউস বিক্রি হয়।
মাইক্রোসফট এই মাউসে সাফল্য পায় ১৯৮৫ সালের সংস্করণটিতে। তখন এর বেশ উন্নয়ন করা হয়েছে। ১৯৮৫ সংস্করণের মাউসটি প্রায় শব্দহীন এবং সব রকম তলে (সারফেস) রেখে এটি ব্যবহার করা যেত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাউস
- মাইক্রোসফট
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে