You have reached your daily news limit

Please log in to continue


বিশেষ কিবোর্ড উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দিলো যুবক!

প্রেম নিবেদন করতে গিয়ে মানুষ কত কাণ্ডই না করে থাকেন। পছন্দের মানুষকে প্রেম নিবেদন করতে অনেকেই অভিনব পথ বেছে নেন। কেউ প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে গোলাপ ফুল কিংবা আংটি দিয়ে সারা জীবন একসঙ্গে পথচলার প্রস্তাব দেন। আবার কেউ কেউ প্রিয় মানুষকে প্রেমের প্রস্তাব দিতে নানা চমকও দেন।

এমনই অবাক করা ঘটনা ঘটিয়ে তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন এক যুবক, যা দেখে বিস্মিত হয়েছেন সবাই।

প্রেমের প্রস্তাব দিতে গিয়ে তরুণীকে যুবক একটি কিবোর্ড দিয়েছেন। তবে সেটা যেমন-তেমন কিবোর্ড নয়। সচরাচর কম্পিউটারে কাজ করতে যে কিবোর্ড ব্যবহার করা হয়, তার থেকে কিছুটা আলাদা এটি। এই কিবোর্ডে কিছু ইংরেজি অক্ষর নেই। কালো রং, লাল রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেগুলো। বাকি হরফগুলো এমনভাবে সাজানো হয়েছে, যা পড়লে লেখাটি হবে, ‘বি মাই গার্লফ্রেন্ড, সেয়িং?’ যার বাংলা দাঁড়ায়, ‘আমার প্রেমিকা হও। হবে?’ এমন কিবোর্ড দিয়েই প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন ওই যুবক।

প্রেমিকের এমন প্রেমের প্রস্তাবের কথা প্রকাশ্যে জানিয়েছেন ওই তরুণী। ওই কিবোর্ড এবং তাদের নিজেদের ছবি টুইট করেছেন। এই কাণ্ড দেখে কেউ কেউ লিখেছেন, ‘এটা দারুণ ভাবনা। খুবই সৃজনশীল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন