মেয়েদের নিবেদন, পরিমিতিবোধে সন্তুষ্ট বাংলাদেশ কোচের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৩, ১৭:৩৬

দুর্দান্ত পারফরম্যান্সে সওয়ার হয়ে প্রথম ধাপ পেরুনোর তৃপ্তি সঙ্গী বাংলাদেশের। এখন অপেক্ষা মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় বাধা অতিক্রমের। নতুন করে ছক কষতে বসার আগে কোচ গোলাম রব্বানী ছোটনকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের গত দুই ম্যাচের পারফরম্যান্স, যেখানে পরিকল্পনা অনুযায়ী পরিণত ফুটবল খেলার ছাপ ছিল স্পষ্ট।


দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের প্রথম ধাপে ‘ডি’ গ্রুপে সেরা হয়েছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারায় দল।


প্রথম ধাপের সফল মিশন শেষে সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে মেয়েরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় কোচ ছোটনও জানালেন গত দুই ম্যাচে পূজা-প্রীতিদের নিবেদন, পরিমিতিবোধ চোখে লেগেছে তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও