সেকেন্ডারি বন্ড বাজারে কেনাবেচা করা যাবে 'সুকুক'
সমকাল
প্রকাশিত: ০১ মে ২০২৩, ১০:০১
‘সারাদেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক প্রকল্পের অধীনে ইস্যু করা সরকারি সুকুক বা শরিয়াহ বন্ড এখন থেকে সম্মত মূল্যে সেকেন্ডারি বন্ড বাজারে কেনাবেচা করা যাবে। গতকাল রোববার সার্কুলার জারি করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অর্থায়নে ২০২০ সালের ডিসেম্বরে ৮ হাজার কোটি টাকার সুকুক বা শরিয়াহ বন্ড ইস্যু করে সরকার। স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সার্কুলারে বলা হয়েছে, এ ইজারা সুকুকের মেয়াদ ছিল পাঁচ বছর। নিয়ম অনুযায়ী এক-তৃতীয়াংশ দিয়ে প্রকল্পের সম্পদ অর্জন না হওয়ায় এতদিন শুধু অভিহিত মূল্য ১০০ টাকা দরে বন্ড কেনাবেচা করা যেত। প্রকল্পের এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হওয়ায় এখন সেকেন্ডারি বাজারে ক্রেতা-বিক্রেতার পছন্দমাফিক দরে কেনাবেচার সুযোগ তৈরি হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে