বিনামূল্যে শ্রমিকের সাড়ে ৬ কোটি টাকা আদায়
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০১ মে ২০২৩, ০৮:১৯
শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিনা পয়সায় ২০১৩ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৬ কোটি ৪৮ লাখ ১২ হাজার ৫৬২ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনস্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থা। সংস্থাটির ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক সেল থেকে এ সেবা পেয়েছেন শ্রমিকরা।
বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রমিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০১৩ ঢাকার শ্রম আদালতে এবং ২০১৬ সালে চট্টগ্রাম শ্রম আদালতে শ্রমিক আইন সহায়তা সেল স্থাপন করে।
প্রতিবেদন অনুসারে, ২০১৩ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আইনি পরামর্শ পেয়েছেন ২০ হাজার ১৫৫ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৩ জন নারী ও ১৫ হাজার ৯৬২ জন পুরুষ শ্রমিক রয়েছেন। আর এ দুই সেল থেকে আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ২৭ হাজার ৭৩৮।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিক
- আর্থিক ক্ষতিপূরণ