![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F04%2F30%2F-87241cdcbe2874464fb99e9d05d9f5bb.jpg%3Fjadewits_media_id%3D855038)
‘পাঠান’ ইস্যুতে ঝন্টুর ক্ষোভ: কী লজ্জা কী লজ্জা!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ২১:০৭
দেশের প্রেক্ষাগৃহে বলিউডের ছবি মুক্তির বিরুদ্ধে অনেক আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন চিত্রনাট্যকার ও নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। বিভিন্ন গণমাধ্যমে জ্বালাময়ী বক্তব্যের পাশাপাশি রাজপথে নেমে মানববন্ধন পর্যন্ত করেছেন। কিন্তু শেষ পর্যন্ত উপমহাদেশের ছবি আমদানি ও মুক্তির অনুমতি দিয়েছে সরকার। আবেদনটা অবশ্য ছিলো চলচ্চিত্র সংশ্লিষ্টদেরই।
ওই অনুমতির ফলস্বরূপ ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আগামী ৫ মে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি আমদানি করেছেন অনন্য মামুন। ইতোমধ্যে মুক্তির জন্য প্রচারণা-তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি।