এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১৪৭৭, বহিষ্কৃত ২০ শিক্ষার্থী
দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের জন্য প্রথম দিনে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, আজ রোববার থেকে সারা দেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে ১৫ লাখ ৮ হাজার ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে আশা করা হচ্ছিল। তবে তাদের মধ্যে ১৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ছাড়া, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৮৪ হাজার ৬৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল।
সাধারণ বোর্ড ভিত্তিক হিসাবে ঢাকায় ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন ও ময়মনসিংহে ৯৭৮ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।