নাশকতার মামলায় ধুনট বিএনপির আহ্বায়ক কারাগারে
নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার বিকেল ৩টার দিকে বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশা জানান, ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যাওয়ার কারণে পুলিশ নাশকতার অভিযোগ এনে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুনসহ ৫৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। ওই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন।
মামুনের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, পুলিশের করা মামলায় রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ১ সপ্তাহ আগে
৭ মাস, ১ সপ্তাহ আগে
৭ মাস, ১ সপ্তাহ আগে