১২ মে পদত্যাগ করতে পারেন মেয়র আবদুল খালেক
চতুর্থবারের মতো খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়ার পদে নির্বাচন করার জন্য তালুকদার আবদুল খালেক আগামী ১২ মে পদত্যাগ করবেন। রোববার (৩০ এপ্রিল) কেসিসির সাধারণ সভায় তিনি এমন কথা জানিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পদত্যাগের আগেই তিনি মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু বলেন, সিটি মেয়র তালুকদার আবদুল খালেক ঢাকায় যাবেন, মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে এসে তারপর তিনি পদত্যাগ করবেন।
তিনি বলেন, ১২ মে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন তালুকদার আবদুল খালেক।