কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আজমত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে: ইসি

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি কিছুটা হলেও কৌশল করে না মানার প্রবণতা দেখা যাচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহর আচরণবিধি ভঙ্গ নিয়ে অভিযোগ পেয়েছে কমিশন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মো. আলমগীর বলেন, আজমত উল্লাহকে নির্বাচন কমিশনে এসে ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও আওয়ামী লীগরে সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। 

তিনি জানান, সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্য নির্বাচন কমিশনারদের বৈঠকে কারণ দর্শানোর নোটিশ ও ইসির নির্দশনাসহ চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন