কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া কুমিল্লার সেই কিশোর রাতুলের মৃত্যু

প্রথম আলো মনোহরগঞ্জ প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৩২

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া কুমিল্লার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর রাতুল ইসলাম ফাহিম (১৪) পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।


রাতুল ইসলামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে। সে ওই গ্রামের দিনমজুর ফারুক মিয়ার ছেলে।


গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম থেকে কনটেইনারে করে মালয়েশিয়ায় চলে যায় রাতুল। ১৭ জানুয়ারি তাকে উদ্ধারের পর সংবাদমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এরপর তাকে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে পরিবারের সদস্যরা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে নিয়ে আসে তাকে। এর আগে গত বছরের ১৩ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় রাতুল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও