কনে নিয়ে ফেরার পথে ট্রলার ডুবে নিহত ১, বরসহ নিখোঁজ ৪

www.ajkerpatrika.com দশমিনা প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ২২:৫৫

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চর আপতি নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। নিহতের নাম লিপি বেগম। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন। 


নিখোঁজরা হলেন—রাব্বি (২৫), সেলিনা বেগম (৪৫), খাদিজা (৭) ও মারিয়া (৮)। 


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরবোরহান ৯ নং ওয়ার্ড উত্তর চর শাহজালাল গ্রামের হুমায়ন কবিরের মেয়ে সুমাইয়া বেগমের সঙ্গে রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে রাব্বির বিবাহ অনুষ্ঠিত হয়। সকালে বর পক্ষ কনে আনতে যায়। কনেকে নিয়ে বিকেল ৪টায় আউলিয়াপুরে বরের বাড়িতে ফেরার পথে আউলিয়াপুর ও চরবোরহান মধ্যবর্তী চর আপতি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রলার উল্টে বর ও কনের পরিবারে প্রায় ২০ জন ডুবে যায়। ১৫ জন সাঁতরে তীরে উঠলেও বরসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত লিপি বেগমকে সৈয়দজাফর এলাকায় তেতুলিয়া নদী থেকে জেলেরা উদ্ধার করে। এখনো উদ্ধার অভিযান চলছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও