ফরিদপুরে মৎস্যজীবী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার
বোয়ালমারীতে পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ায় ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পরশ সিকদারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আবদুস সোবহান ও সদস্য সচিব ফরিদ মিয়া স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
আসাদুজ্জামান বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর জেলা মৎস্যজীবী লীগের ৭৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। এ কমিটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন আসাদুজ্জামান।
ওই নোটিশে বলা হয়, ‘আসাদুজ্জামান ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক। গত ২৭ এপ্রিল ফরিদপুরের উত্তরাধিকার ৭১ নিউজের সাংবাদিক প্রবীর সিকদারের ভেরিফাইড আইডি থেকে আগ্নেয়াস্ত্রসহ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তাই তাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।’