চীনের তুলায় যুক্তরাষ্ট্রের মানা, ধুঁকছে ভিয়েতনামের পোশাক ও জুতাশিল্প

www.ajkerpatrika.com ভিয়েতনাম প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১৮:৩৫

বিশ্ববাজারে চাহিদা কমায় আগে থেকেই ধুঁকছিল ভিয়েতনামের পোশাক ও জুতাশিল্প। এ দুই খাতের সঙ্গে জড়িত প্রায় ৯০ হাজার মানুষ চাকরি হারিয়েছে। এর মধ্যে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে চীন থেকে তুলা আমদানিতে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ।


ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাবশালী পোশাক প্রস্তুতকারক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বিশ্বের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে চীন ও বাংলাদেশের পরেই দেশটির অবস্থান। গ্যাপ জিপিএস এন, নাইকি, অ্যাডিডাস ও অ্যাডস জিএনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোকে তৈরি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম।


গত বছরের জুনে ‘উইঘুর ফোর্সড লেবার প্রোটেকশন অ্যাক্ট’ (ইউএফএলপিএ) নামে নতুন আইন কার্যকর করে যুক্তরাষ্ট্র। এই আইন অনুযায়ী আমদানি করা পণ্যে চীনের জিনজিয়াংয়ের বাধ্যতামূলক শ্রম দিয়ে তৈরি কাঁচামাল বা উপাদান নেই বলে কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও