কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়া, ভারতের পর পাঁচশর ঘরে পাকিস্তান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১৩:১৯

ফখর জামানের দারুণ সেঞ্চুরিতে বৃহস্পতিবার নিউ জিল্যান্ডকে হারায় পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তাদের দারুণ সূচনা হলো। এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ও ভারতের পর অনন্য মাইলফলকে নাম লিখলেন বাবর আজমরা।তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫০০ জয়ের দেখা পেলো পাকিস্তান। ৯৪৯তম ম্যাচ খেলে এই মাইলফলকে তারা। ৫৯৪ ম্যাচ জিতে সবার ওপরে অস্ট্রেলিয়া, ভারতের জয় ৫৩৯টি।১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেকের ৫০ বছর পর এই অর্জনের দেখা পেলো পাকিস্তান।


একদিনের ক্রিকেটে তারা প্রথমবার জেতে ১৯৭৪ সালের আগস্টে। নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ানডেতেই এই সাফল্য পায় পাকিস্তান।ড্যারিল মিচেলের ১১৩ রান ও ওপেনার উইল ইয়াংয়ের ৮৬ রানের সৌজন্যে নিউ জিল্যান্ড ৭ উইকেটে ২৮৮ রান করেছিল। ফখর জামান ওপেনিংয়ে নেমে ১১৪ বলে ১১৭ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন। ইমাম উল হকের সঙ্গে তার ১২৪ রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও