
ইউক্রেইন জুড়ে রাশিয়ার তুমুল হামলা, মা-সন্তানসহ নিহত ৫
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১২:২৪
রাশিয়া শুক্রবার ভোররাতে ইউক্রেইনের রাজধানী কিইভসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালিয়েছে।
হামলায় এক মা এবং তার তিন বছরের সন্তানসহ নিহত হয়েছে বলে জানিয়েছেন মধ্যাঞ্চলের নগরী নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি নিহত হওয়ার খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মধ্যাঞ্চলের নগরী উমানে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন জ্বলতে দেখা যায়।