‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগে উইকিপিডিয়াকে জরিমানা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৯:০৫
ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ সামরিক বাহিনী সম্পর্কিত ‘ভুল তথ্য’ প্রচার করছে এমন অভিযোগ উঠেছে উইকিপিডিয়ার বিরুদ্ধে। সেই তথ্য মুছে না ফেলার জন্য উইকিপিডিয়াকে ২ মিলিয়ন রুবল (বাংলাদেশি টাকায় প্রায় ২৬ লাখ) জরিমানা করেছে রুশ আদালত। বৃহস্পতিবার এ জরিমানা করা হয়।
তবে, এখনই অলাভজনক সংস্থাটিকে রাশিয়ায় নিষিদ্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে রুশ প্রশাসন।
এ নিয়ে দ্বিতীয়বার রুশ আদালতের রোষের মুখে পড়ল সংস্থাটি। ঘটনার সূত্রপাত মাত্র ছয়দিন আগে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চল রাশিয়ার দখলকে কেন্দ্র করে। জাপোরিঝিয়া দখল নিয়ে উইকিপিডিয়াতে একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল।
ভুয়া তথ্যের অভিযোগে প্রতিবেদনটি তুলে নেওয়ার জন্য রুশ সামরিকবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদিও সামরিক বাহিনীর এই অনুরোধ কর্ণপাত করেনি উইকিপিডিয়া। তারপরে রুশ আদালত সংস্থাটিকে জরিমানা করে।