দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন আনছে ভিভো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১৬:১৫
স্মার্টফোনের জগতে ফোল্ডেবল বা ভাঁজ করা স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয়। অপ্পো, স্যামসাং, হুয়াইয়ের মতো কোম্পানিগুলো এরই মধ্যে ভাঁজকরা ফোন এনেছে বাজারে। ভিভো গত বছরই সেই তালিকায় যুক্ত হইয়েছে। এবার তাদের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন আনছে ভিভো।
ফোল্ডেবল ফোনটির নাম দেওয়া হয়েছে ভিভো এক্স ফ্লিপ। ফোনটিতে ক্ল্যামশেল ডিজাইন রাখা হয়েছে।ফোনের সামনের আনুভূমিক স্ক্রিনে কল এবং নোটিফিকেশন দেখা যাবে। সামনের প্যানেল দেওয়া হচ্ছে দু’টি ক্যামেরাও। এই ফোনেও গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এর মতো ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফোল্ডেবল মোবাইল
- স্যামসাং
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে