![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/04/online/facebook-thumbnails/inter-milan-samakal-6449f0d1b685d.jpg)
জুভেন্টাসকে বিদায় করে ফাইনালে ইন্টার
সমকাল
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১০:০২
ইতালিয়ান কাপে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান। সান সিরোয় সেমিফাইনালে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে ইন্টার।
দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালের মঞ্চে উঠল শিরোপাধারীরা। এর আগে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়।
- ট্যাগ:
- খেলা
- ইন্টার মিলান
- সেমি ফাইনাল