প্রতারণা করতে গিয়ে ফেঁসে গেলেন ফারিয়া-আলভী!
দেখতে দেখতেই ঈদ প্রায় শেষ, তবে রেশ এখনো রয়ে গেছে। ঈদ রাঙাতে নতুন প্রজন্মের তারকা ফারিয়া শাহরিন ও জাহের আলভীকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘চিটিং টু ফিটিং। এটি পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান।
নাটক নিয়ে জাহের আলভী বলেন, ‘প্রতারণা করতে গিয়ে ফেঁসে যাওয়া এক যুবকের চরিত্রে অভিনয় করেছি। ভিন্নধর্মী একটা কাজ। ফারিয়া শাহরিনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা ভালো ছিল। আশা করছি দর্শক আমার অন্যান্য নাটকের মতো এটাকেও গ্রহণ করবে। ’
ফারিয়া শাহরিন বলেন, ‘হাস্য রসাত্বক নাটক হলেও দর্শক এই নাটকে মেসেজ পাবে। জাহের আলভীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও ভালো ছিল। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক ঈদে ভালো মানের একটি নাটক দেখতে পাবে। ’
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়ার কর্ণধার তামান ইসলাম বলেন, ‘সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ঈদে কয়েকটি নাটক প্রচার করছি। এর মধ্যে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। হাস্যরস ও প্রেমের মধ্য দিয়ে আমরা কিছু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে তারকা নির্মাতা ও শিল্পীগণ আমাদের জন্য কাজ করবেন। ’
- ট্যাগ:
- বিনোদন
- নাটকে অভিনয়
- ফারিয়া শাহরিন