You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে যত্ন নেবেন সুতি পোশাকের

ই গরমে সুতি পোশাকই ভরসা। প্রাকৃতিক এই ফেব্রিক দিয়ে বাতাস চলাচল করতে পারে। ফলে গরমে মেলে আরাম। দীর্ঘদিন ভালো রাখতে ওয়ারড্রবে থাকা সুতি পোশাকের যত্ন কীভাবে নেবেন জেনে নিন।  

  • খুব ঘষে ঘষে সুতি পোশাক ধোয়া উচিত নয়। এতে ছিঁড়ে যেতে পারে কাপড়।
  • সুতি পোশাক পানিয়ে ধুলে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেনার সময় তাই এটা মনে রেখে সেই সাইজ অনুযায়ী কিনবেন।
  • ঠান্ডা পানিতে পরিষ্কার করুন সুতি পোশাক। গরম পানিতে পরিষ্কার করলে বা ভিজিয়ে রাখলে রঙ নষ্ট হয়ে যেতে পারে পোশাকের।
  • জামার লেবেলে যদি বারণ না করা থাকে তাহলে সাদা পোশাকের দাগ ওঠানোর জন্য ক্লোরিন ব্লিচ ব্যবহার করতে পারেন।
  • ময়লা অবস্থায় পোশাক রেখে দেবেন না। ব্যবহারের পরপরই ধুয়ে শুকিয়ে তারপর রাখুন। 
  • মাড় ব্যবহার করুন পোশাকে। 
  • খুব কড়া রোদে মেলবেন না সুতি পোশাক। অল্প রোদ আসে এমন জায়গায় মেলে দিন অথবা বাতাসে শুকিয়ে নিন। 
  • সুতির জামা ইস্ত্রি করার আগে পানি ছিটিয়ে নিন। এতে কাপড় মসৃণ হবে।
  • অনেকদিন ব্যবহার না করে রেখে দিলে কাপড়ের ভাঁজে ভাঁজে পোকা হয়। তাই আলমারিতে ন্যাপথালিন বা নিমপাতা রাখুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন