খুলেছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান, সীমিত পরিসরে লেনদেন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১৬:১৩

ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি অফিস-আদালতের সঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। সোমবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি শেষ হওয়ায় অনেকেই কাজে যোগ দিয়েছেন, তবে সংখ্যায় খুবই কম। গ্রাহক উপস্থিতি কম থাকার কারণে লেনদেনও হয়েছে সীমিত পরিসরে। 


সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি দুয়েকদিনের ছুটি নিয়েছেন। তারাও ঢাকায় ফিরতে শুরু করেছেন। আগামী দুএকদিনের মধ্যে তারা যোগ দিলে পুরোদমে লেনদেন চলবে।


আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময়ও আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও