স্ন্যাপচ্যাট স্টোরিজ থেকে আয়ের সুযোগ

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১৫:০৬

জনপ্রিয় স্টোরিজ নির্মাতাদের জন্য আনুষ্ঠানিকভাবে আয়ের সুযোগ চালু করেছে স্ন্যাপচ্যাট। গত বছর যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এ সুযোগ চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুন এ উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা জনপ্রিয় স্টোরিজ নির্মাতারা বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের নির্দিষ্ট অংশ পাবেন।


বিজ্ঞাপনের অর্থ ভাগাভাগির বিষয়ে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, সব স্টোরিজ নির্মাতা এ অর্থ পাবেন না। কমপক্ষে ২৫ হাজার অনুসরণকারী এবং প্রতি মাসে আড়াই কোটিবার স্ন্যাপ দেখা অ্যাকাউন্টগুলোয় এ সুযোগ পাওয়া যাবে। শুধু তা–ই নয়, প্রতি মাসে কমপক্ষে ১০টি স্টোরিজও পোস্ট করতে হবে অ্যাকাউন্টগুলোয়। অর্থাৎ, তারকা বা বেশি অনুসারী থাকা স্টোরিজ নির্মাতারাই কেবল বিজ্ঞাপনের অর্থের ভাগ পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও