রুপি ও রুবলের সমস্যা বাড়ছে প্রতিরক্ষা বাণিজ্যে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৩৩

গত সোমবার দিল্লির মঞ্চে দাঁড়িয়ে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্যমন্ত্রী ডেনিস মন্তুরভ জানিয়েছিলেন, যেহেতু ভারতের দিক থেকে জোগানের অভাব রয়েছে, তাই রুপি-রুবল ব্যবস্থা থাকাটাই দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য যথেষ্ট নয়। তাঁরা ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে চান ও তারপর বিষয়টিতে ভারসাম্য আনতে চান।


তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বাণিজ্য পণ্যের দাম মেটানো নিয়ে সমস্যা বাড়ছে। কূটনৈতিক সূত্রের মতে, আমেরিকার নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ভারতের তরফে রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের দাম মেটানো নিয়ে সঙ্কট বাড়ছে। সদ্যসমাপ্ত সফরে এই নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে মন্তুরভের। ঘটনা এমন নয় যে, প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও