ল্যাপটপ বা কম্পিউটারে ম্যালওয়ার অ্যাটাক হলে অনেকেই তা বুঝতে পারেন না। যতক্ষণে কিছু বুঝে ওঠেন, ততক্ষণে সারা জীবনের আয় করা কষ্টের টাকা হাতছাড়া করে ফেলেন।
ইন্টারনেটের ব্যবহার যত বাড়বে, ততই দিনের পর দিন সাইবার ক্রাইমের মাত্রাও বাড়তে থাকবে। প্রতিদিনই কোনও না কোনও জালিয়াতির খবর নজরে আসে। আর তার বেশিরভাগই করা হয় ফোন অথবা কম্পিউচার হ্যাক করে।