ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

ইউটিউব শর্টস এখন কনটেন্ট ক্রিয়েটরদের কাছে দ্রুত আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তবে শুধু ভিডিও আপলোড করলেই আয় শুরু হয় না ইউটিউবের নির্দিষ্ট নিয়ম মানতে হয় এবং সঠিকভাবে শর্টস মোনিটাইজেশন চালু করতে হয়। প্রথম শর্তই হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়া। এর জন্য প্রয়োজন কমপক্ষে ১,০০০ সাবস্ক্রাইবার এবং গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়ানোর পাশাপাশি আপনার শর্টস নিয়মিত ভাইরাল হওয়াটাও জরুরি।


ওয়াইপিপি-তে যুক্ত হওয়ার পরেও আয় তৎক্ষণাৎ শুরু হয় না। আপনাকে আলাদাভাবে শর্টস মনিটাইজেশন মডিউল সক্রিয় করতে হয়। এই মডিউল চালুর পর যে ভিউ আসবে, কেবল সেটিই আপনার রেভিনিউ হিসেবে গণ্য হবে। এর আগে পাওয়া কোনো ভিউকে ইউটিউব আয় হিসেবে বিবেচনা করে না। এই নিয়ম ইউটিউব বিজ্ঞাপন আয় এবং ইউটিউব প্রিমিয়াম-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।


শর্টসে আয় পেতে হলে ভিডিও অবশ্যই মৌলিক হতে হবে। অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিও কপি করে দেওয়া, কনটেন্ট চুরি করা বা ভিউ বট ব্যবহার করার মতো কাজ করলে আয় তো দূরের কথা, আপনার চ্যানেলই ঝুঁকিতে পড়তে পারে। ভিডিওতে সংগীত ব্যবহার করলে আয়ের নির্দিষ্ট অংশ শিল্পী ও মিউজিক লাইসেন্সের মধ্যে ভাগ হয়ে যায়। তাই লাইসেন্স ফ্রি বা নিজস্ব সাউন্ড ব্যবহার করাই উত্তম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও