ভারতে আট ব্যাংকের লাইসেন্স বাতিল

সমকাল প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১০:০১

নিয়ম না মানার কারণে ভারতে ২০২২-২০২৩ আর্থিক বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল এবং ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাংকগুলো।


লাইসেন্স বাতিল করা আট ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— মুধল কো-অপারেটিভ ব্যাংক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাংক, রুপি কো-অপারেটিভ ব্যাংক, ডেকান কো-অপারেটিভ ব্যাংক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাংক।ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পক্ষ থেকে বলা হয়েছে,  পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে সংবিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে এই ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও