প্রযুক্তি পণ্যের বাজারে মন্দা কাটছেই না, ঝুলে আছে ফাইভ-জি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ১৭:০১

প্রযুক্তি পণ্যের বাজারে সময়টা খারাপ যাচ্ছে। ছয় মাস আগে যার নিম্নগতি শুরু হয়েছিল, এখনও সেই গতি মাথা  তোলেনি। বরং আরও নিচের দিকেই নামছে যেন। সর্বশেষ ভরসা ছিল ঈদ। ব্যবসায়ীরা ভেবেছিলেন ঈদে বাজারটা উঠতে পারে। কিন্তু দেখা গেছে উল্টোচিত্র, বাজার ওঠেনি। 


দেশে ডলার সংকট, ঋণপত্র খুলতে না পারা, মোবাইল ফোন ও ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ ইত্যাদি কারণে মোবাইল ফোনের দাম বেড়ে গেছে, দাম বেড়েছে ল্যাপটপেরও। এ দুটি প্রযুক্তি পণ্য এখন অনেকটাই সাধারণের নাগালের বাইরে।


দেশের মোবাইল ফোন উৎপাদকদের সংগঠন বিএমপিআইএ’র সাধারণ সম্পাদক জাকারিয়া শাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, মোবাইল ফোনের বাজার খুব খারাপ। কবে ভালো হবে বা আর কতদিন এমন খারাপ অবস্থা চলবে জানি না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও